Date : 2024-04-18

দক্ষিণবঙ্গের আকাশে এখন দুর্যোগের কালো মেঘ

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ দক্ষিণবঙ্গের আকাশে এখন দুর্যোগের কালো মেঘ৷ বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেও দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ৷ শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির কথা জানিয়ে হাওয়া অফিস। জল জমতে পারে একাধিক জায়গায়। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা জামশেদপুর থেকে ডায়মন্ড হারবার হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার জেরেই বুধবার দিনভর বৃষ্টি  ভিজল দক্ষিণবঙ্গ।

মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।