Date : 2024-04-19

দাবিহীন আইনজীবীর দেহ সৎকার করবে কে? সৎকারের দ্বায়িত্বে বার এসোসিয়েশন : হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : তরুণ আইনজীবী কৌশিক দের দেহ সৎকার করবে হাইকোর্টের বার এসোসিয়েশন। নির্দেশ প্রধান প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের আইনজীবী অসিত দের দেহ সৎকারের জন্য কলকাতা হাইকোর্টের বার এ্যাশোসিশনের প্রতিনিধিদের দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। ২৯ জুলাই ঘরের মধ্যে দেহ উদ্দার হয় ওই আইনজীবীর।
রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানালেন মৃত আইনজীবীর কোনও আতিয় নেই। কেউ তার দেহের দাবি করেননি।
হাইকোর্ট বার এ্যাসোসিয়েশনের সহ সভাপতি কল্লোল মণ্ডল ও সম্পাদক বিস্বব্রত বসু মল্লিকের হাতে দেহ তুলে দিতে হবে। ডেড সার্টিফিকেট জমা থাকবে বার এ্যাসোসিয়েশনের সম্পাদকের কাছে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

গত ২৪শে জুলাই হরিদেবপুর কালিতলা হাউসিং থেকে কলকাতা হাই কোর্টের ১৮নম্বর বারের সদস্য মিসুকে তরুণ আইনজীবী কৌশিক দের পচাগলা দেহ হাউসিংয়ের দরজা ভেঙে পুলিশ দেহ উদ্ধার করেন।

পুলিশ দেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেন। ময়নাতদন্তের পর কৌশিকের দেহ তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে দাবি না করায় এতদিন মর্গে পড়ে থাকার পর কলকাতা হাই কোর্টে র বার এসোসিয়েশনের সভাপতি বিষয়টি প্রধান বিচারপতি র দৃষ্টি আকর্ষণ করেন।