Date : 2024-03-29

বিকল্প_এসএফআই। এসএফআই’এর আহ্বানে সর্বভারতীয় ছাত্র জাঠা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: “ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত”
আজ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে এসএফআই’এর আহ্বানে সর্বভারতীয় ছাত্র জাঠা। ”March for Education’ নামক জাঠায় এবারের স্লোগান – শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। ১৯শে অগাস্ট কোচবিহারের বক্সিরহাটে প্রবেশ করেছে ত্রিপুরা ও আসাম হয়ে আসা উত্তর পূর্ব ভারতের জাঠা। ২০শে অগাস্ট পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রবেশ করতে চলেছে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা হয়ে আসা পূর্ব ভারতের জাঠা পশ্চিমবঙ্গে ১৪ দিন ধরে ২২টি জেলায় ২৫০০ কিলোমিটারের উপর ভ্রমণ করবে দুটি ছাত্র জাঠা। আপাতত দেখা যাচ্ছে, তাদের যাত্রাপথে পশ্চিমবঙ্গে ১৩২টি ছোটবড় সভা ও মিছিল অতিক্রম করবে জাঠা দুটি। এছাড়াও অগণিত কর্মসূচী চলছে এই জাঠাকে ঘিরে।

আমাদের চ্যালেঞ্জ জাঠার খবর পৌঁছে দেব এক কোটি ছাত্রের কাছে। দুটি জাঠা এসে মিলবে ১৫তম দিনে – ২রা সেপ্টেম্বর বেলা ১২টায় কলকাতার কলেজ স্ট্রিটে। সাম্প্রতিককালের বৃহত্তম ছাত্র সমাবেশটির মঞ্চ থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার দাবির পাশেই ঘোষণা করব বিকল্প শিক্ষানীতির ড্রাফট। যে শিক্ষানীতি বড়লোকের নয়, সকলের শিক্ষার কথা বলবে।