Date : 2024-04-25

মহমিলন মঠে পালিত হল জন্মাষ্টমি

মৈনাক মৈত্র, সাংবাদিক:- শুক্রবার মহা সমরহে পালিত হল শ্রী কৃষ্ণ জন্মাষ্টমি। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে জন্মাষ্টমি। একইরকম ভাবে কলকাতার মহামিলন মঠেও মহা সমরহে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমি পালিত হল। কীর্তন থেকে খাওয়া দাওয়া, প্রতিবছরের মতো এবারের জন্মাষ্টমিও জাকজমকপূর্ণ ভাবেই পালিত হন মহমিলন মঠে। শেষ দুই বছর করোনার জেরে তেমন বড় করে অনুষ্ঠান করা যায়নি। ভক্তদের দর্শনের ক্ষেত্রেও ছিল কিছু বিধি নিষেধ। এবার অবশ্য জন্মাষ্টমিতে মহমিলন মঠে ছিল সকলের অবারিত দ্বার। প্রচুর সংখ্যাক ভক্ত আসেন এদিনের অনুষ্ঠান দেখতে।

অর্পিতা, রাজদীপ থেকে গোপাল, নীহারদের কৃষ্ণ ভজনের পল মধ্যরাত্রি পর্যন্ত পূজা অর্চনা চলে সেখানে। রাতে প্রসাদও দেওয়া হয় ভক্তদের উদ্দেশ্যে। অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের উদ্যোগেই মুলত এদিনের এই অনুষ্ঠান হয়। বাড়িতে বহু মানুষের জন্মাষ্টমি পালন হলেও মহমিলন মঠে এসে কীর্তন শুনতে শুনতে প্রসাদ গ্রহন এবং দে঵দর্শন এক আলাদা শান্তি অনুভব করেন ভক্তরা। তাই মহমিলন মঠের মহারাজদের থেকে শ্রী কৃষ্ণের গল্প শুনেই এই দিনটি কাটান ভক্তকুল।