Date : 2024-04-25

রবিবার ভারত পাক মহারণ, বিরাটের ব্যাটে রান চাইছে ভক্তরা


রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মেগা ম্যাচ। মুখোমুখি ভারত পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দী দুই দেশের মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে মরু দেশে। দুই দেশের সমর্থকরা যেমন মাঠের বাইরে ক্রিকেট জ্বরে কাঁপছেন তেমনই মাঠের ভিতর অ্যাড্রিনালিন ক্ষরন শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। গতবারের হারের জ্বালা জুড়োতে পাকিস্তানের বিপক্ষে মরিয়াভাবে জিততে চাইছে টিম ইন্ডিয়া। সমর্থকদের কাছে এই ম্যাচ সবসময়ই সম্মানরক্ষার। এই ম্যাচে মাঠ এবং মাঠের বাইরে দুই বিভাগেই উত্তেজনা থাকে তুঙ্গে। 2021 সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে বিশ্রী হারের পর অনেক জল বয়ে গেছে গঙ্গায়। নতুন অধিনায়ক এসেছেন। সেদিনের খলনায়কে পরিণত হওয়া শামি, এই দলে নেই৤ সেদিনের পাকিস্তানের নায়ক শাহিন আফ্রিদি চোট পেয়ে ছিটকে গেছেন। তবে সব তথ্য অঙ্ক বিশ্লেষণ বদলে যায় যখন দুই দেশের ক্রিকেটাররা মাঠে নামে। রবিবারও সন্ধ্যে সাড়ে সাতটাতেও তাই হতে চলেছে। বুমরার অনুপস্থিতিতে অর্শদিপ সিং, ভুবনেশ্বর কুমারদের ওপর পেস বোলিংয়ের দায়িত্ব পড়ছে। স্পিন ডিপার্টমেন্টে থাকতে পারেন চাহাল এবং জাদেজা। অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলির কাছে এই প্রতিযোগিতা হতে চলেছে অ্যাসিড টেস্ট। দল জিতলে স্রেফ হবে না, তিন বছরের রানের খরা কাটিয়ে দ্রুত রানে ফিরতে হবে রানমেশিনকে। নাহলে চলতি বছরের টি20 বিশ্বকাপের দলের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে প্রাক্তন অধিনায়কের কাছে। দুই ওপেনার কাম অধিনায়কত্বের মগজাস্ত্রের লড়াইও দুবাইয়ের এই ম্যাচের ইউএসপি হতে চলেছে। একদিকে রোহিত শর্মা, অন্যদিকেবার আজম। ম্যাচের আগে ক্রিকেটারদের বাড়তি চাপ দেওয়া নয়, বরং ক্রিকেটারদের নিজেদের পুরোনোর স্মৃতির কথা শুনিয়ে উদ্বুদ্ধ করছেন লক্ষ্মণ। এখন দেখার রবিবাসরিয় সন্ধ্যায় পাক বধ করে এশিয়া কাপ অভিযান শুরু করতে পারে কিনা রোহিতের মেন ইন ব্লুজরা।