Date : 2024-04-20

রাখি উৎসবে তৃণমূল সুপ্রিমোর ছবি দেওয়া রাখির চাহিদা তুঙ্গে।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: আজ রাখি বন্ধন উৎসব। এই দিন বোনেরা তাদের ভাইদের কব্জিতে একটি পবিত্র সুতো বেঁধে তাদের সাথে স্নেহ ও শ্রদ্ধার বন্ধন উদযাপন করে। রাখি বন্ধনবা রক্ষা বন্ধন হল বোন এবং ভাইয়ের বন্ধনের জন্য নিবেদিত সবচেয়ে শুভ উত্সবগুলির মধ্যে একটি। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই উৎসব, উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এই রাখি বন্ধন উৎসবে রাখির বাজারে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি।

পাশাপাশি তৃণমূলের লোগো দেওয়া রাখিও পাওয়া যাচ্ছে। জানবাজার এলাকায় প্রতি বছর রাখি উৎসব এলেই বিভিন্ন রাখি নিয়ে পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এবার নিত্যনতুন রাখি তো রয়েছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি দেওয়া রাখিও বিক্রি হচ্ছে বেশ। বিক্রেতাকে জিজ্ঞেস করায় তিনি জানান, রাখি তে তৃণমূল সুপ্রিমোর ছবি দেওয়া রাখি এবং তৃণমূলের লোগো দেওয়া রাখি বিক্রি হচ্ছে বেশি। এছাড়া ছোটদের বিভিন্ন রাখি যেমন কার্টুন দেওয়া, লেখা রাখিও বেশ নজরে পড়ছে ও বিক্রিও হচ্ছে। লকডাউন এ প্রায় দুবছর সেভাবে রাখি উৎসব পালন হয়নি এছাড়া বিক্রির বাজারও মন্দা ছিল। এবছর তা পুষিয়ে নিচ্ছে ক্রেতারা।