Date : 2024-04-20

কমনওয়েলথ গেমসের প্যারা গেমসে ইতিহাস সুধিরের

মৈনাক মিত্র, সাংবাদিক;কমনওয়েলথ গেমসের প্যারা গেমসে ইতিহাস গড়লেন ভারতের সুধির। পাওয়ারলিফটিংয়ে দেশকে সোনা দিলেন সুধির। সোনিপতের ছেলে সুধির, ছোটবেলা থেকেই পোলিওর জন্য হারিয়েছিলেন স্বাভাবিক চলার ক্ষমতা। সেই প্রতিকুলতা ছাপিয়েই নজির গড়লেন তিনি। কমনওয়েলথ গেমসে পুরুষদের পাওয়ার লিফটিংয়ে ইতিহাস গড়লেন সুধির। 134.5 পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জিতলেন তিনি। প্রথম সুযোগেই 208 কেজি ওজন তোলেন সুধির। দ্বিতীয়বারের সুযোগ কাজে লাগিয়ে পয়েন্ট আরও বাড়ান সুধির। এবার তিনি তোলেন 212 কেজি। এশিয়ান প্যারা গেমসে প্রাক্তন ব্রোঞ্জ পদকজয়ী সুধির, ছোটবেলাতেই হারিয়ে ছিলেন চলার শক্তি। পোলিওর জেরে পায়ে সমস্যা ছিল তাঁর। সেই সমস্যা কাটিয়েই বিশ্বজয় করলেন 27 বছর বয়সি সুধির। সোনিপতের ছেলে সুধির 2013 সাল থেকে পাওয়ারলিফটিং করছেন। ভারতের প্যারা স্পোর্টসে চলতি কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পদক পেল ভারত। এটি ভারতের প্যারা পাওয়ারলিফ্টিংয়ে প্রথম পদক। সুধিরের এই দুরন্ত সাফল্যের পর তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, কমনওয়েলথ গেমস 2022-এর প্যারা স্পোর্টসে অনবদ্য শুরু করলেন সুধির। নিজের দৃঢ়প্রতিজ্ঞতা এবং সাধনার পরিচয় দিয়ে দেশকে মর্যাদাপূর্ণ সোনার পদক এনে দিলেন তিনি। ফিল্ডে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন সুধির। তাঁকে অনেক অনেক অভিনন্দন এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।