Date : 2024-04-26

২০১১ সালের পর নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষকদের তথ্য তলব

নাজিয়া রহমান, সাংবাদিক:- প্রাথমিকে শিক্ষক নিয়োগের তদন্তে ক্রমশ কড়া হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। এবার তদন্তের খাতিরে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত নিয়োগ হওয়া সকল প্রাথমিক শিক্ষকের তথ্য চাইল পর্ষদের কাছে ইডি। ইডি র তথ্য তলবে জরুরিভিত্তিতে সেই তথ্য সংগ্রহ করতে সব জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সচিবের স্বাক্ষর করা সেই চিঠিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত এক্সেল ফরম্যাটে সেই সমস্ত তথ্য পাঠাতে হবে পর্ষদকে।

শিক্ষকের নাম, টেট পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট শিক্ষকের বাবার নাম, ক্যাটাগরি, প্রার্থীর ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি, নিয়োগ হওয়া স্কুলের নাম এবং কোন বছর নিয়োগ হয়েছিলেন। সেই সব তথ্য পর্ষদকে এক্সেল ফরম্যাটে পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের যে চিঠি পাঠানো হয়েছে তাতে উল্লেখ আছে ইডি-র তথ্য তলবের কথা। সেখানে বলা হয়েছে যে, আদালতের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টরের অফিস। সেই অনুযায়ী, ইডি-র ডেপুটি ডিরেক্টর জরুরিভিত্তিতে দু’দিনের মধ্যে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ হওয়াদের সম্পর্কে এক্সেল ফরম্যাটে তথ্য চেয়ে পাঠিয়েছেন। স্পষ্ট করে বলা হয়েছে ২০১১ সালের পর থেকে প্রাথমিক টেটের মাধ্যমে নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য পাঠানোর কথা। ইডির তদন্তে সাহায্যার্থে ১ সেপ্টেম্বরের মধ্যে সেই তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে পর্ষদ। জরুরি ভিত্তিতে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের সেই তথ্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।