Date : 2024-04-25

আদালত অবমাননায় গ্রেফতার হতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

সোমদত্তা বসু, নিউজ ডেস্ক : আদালতের রক্ষাকবচের মেয়াদ শেষ, গ্রেফতার হতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট আদালত অবমাননার মামলায় শো কজ নোটিস জারি করার পাশাপাশি ৩১ অগাস্টের মধ্যে ইমরান খানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে। সোমবার আদালত অবমাননায় রক্ষাকবচ পেয়েছিলেন ইমরান খান, ২৪ ঘণ্টাও সেই রক্ষাকবচ স্থায়ী হয়নি। সন্ত্রাস দমন আইনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, পাক অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করার অনুমতির জন্য। ইমরান খান ২০ শে অগাস্ট ইসলামাবাদের একটি জনসভায় তাঁর ঘনিষ্ঠ সহকারী শাহবাজ গিলকে পুলিশি হেফাজতে পাঠানোয় একজন মহিলা পুলিশ আধিকারিক ও বিচারপতিকে হুমকি দেন। এরপর সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলাতেই এ বার সম্ভবত গ্রেফতারির মুখে পড়তে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আমির ফারুক প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শোনার জন্য তিন বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করেন। ডিভিশন বেঞ্চের শুনানিতে ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান খান বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। সুষ্ঠু বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার চেষ্টা করে চলেছেন। বিচারাধীন মামলা প্রসঙ্গে এভাবে বিতর্কিত মন্তব্য করলে বিচারব্যবস্থার গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আগামী মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি হবে। আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে রক্ষাকবচ না পেলে গ্রেফতার হতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।