Date : 2024-04-26

CBI জিজ্ঞাসাবাদে কি নির্যাস উঠে এলো রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : টেট পাস না করেও দশ জনের চাকরি পাওয়ার অভিযোগে মামলা। বৃহস্পতি বার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল সংক্রন্ত যে নথি জমা দিয়েছে তা কার্যকরী নয় বলে জানিয়ে দিল হাই কোর্ট। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলেন 17আগস্ট আমার নির্দেশ মত বোর্ড প্যানেল সক্রান্ত নথি জমা দিয়েছে। কিন্তু যে দশ জনের বিরুদ্ধে প্যানেলে নাম না থাকা সত্বেও চাকরি পাওয়ার অভিযোগ তা বোর্ড এর আজকের জমা দেওয়া নথি থেকে স্পষ্ট নয়। মোট নম্বর সহ তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু আদালত ব্রেক আপ সহ কে কত নম্বর পেয়েছে ত জানতে চায়। তাই এবার মামলারকারির আইনজীবী ও বোর্ডের আইনজীবীরা এক সঙ্গে পর্ষদের অফিসে বসবেন। প্যানেলে ওই দশ অভিযুক্তর ব্রেক আপ সহ নম্বর খতিয়ে দেখবে। এবং যাচাই করবে সত্যিই পাস না করে তারা চাকরি পেয়েছে কিনা। 16 সেপ্টেম্বর এর মধ্যে বোর্ড এর অফিসে উভয় পক্ষকে বসে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। 21 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। এছাড়াও 15 তারিখের মধ্যে সিবিআইকে ওই দশ জনের জেরা শেষ করতে হবে। এবং 20 তারিখের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। জেরা করে কি তথ্য পাওয়া গিয়েছে তা নিয়ে সিবিআই কে রিপোর্ট দিতে হবে। পরের দিন আমি আর শুনবো না যে তাদের জেরা করা হয়নি। আমি রিপোর্ট চাই। মন্তব্য