Date : 2022-12-03

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জোড়া সিরিজে ভারতীয় ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের পরই সিরিজ থাকায় নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে । নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা মত সিনিয়র ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ড সফরের পরেই থাকছে বাংলাদেশ সফর। যেখানে ওয়ান ডে সিরিজের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারতীয় ক্রিকেট দল । বাংলাদেশ সফরে ওয়ান ডে এবং টেস্ট স্কোয়াডে রয়েছেন রোহিত, রাহুল, বিরাটরা। রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রাখা হয়েছে রবীন্দ্র জাডেজাকেও। বোর্ডের (BCCI) তরফে চার সিরিজেরই দল ঘোষণা করা হলেও তাতে যেমন রয়েছে নানা চমক, রয়েছে অনেক প্রশ্নও।