Date : 2022-12-06

বৃহস্পতিবার আইএসএলে কামব্যাক ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল

মৈনাক মিত্র, স্পোর্টস ডেস্ক; বৃহস্পতিবার আইএসএলে কামব্যাক ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। নিজেদের তৃতীয় ম্যাচে লালহলুদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। বুধবার

গুয়াহাটিতে ভিডিও ক্লাসের প্রতিপক্ষের সমস্ত ভুল ত্রুটি দেখিয়ে দেন কোচ স্টিফেন কনস্টানটাইন। কোন কোনও জায়গায় নিজেদেরও ভুল হচ্ছে, সেটাই মার্ক করে দেন

স্টিফেন। তিন পয়েন্ট চাই, তাই আগের দুই ম্যাচের পর মিডফিল্ড ওরিয়েন্টেড ফুটবল নয়। বরং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ফরমুলাতেই দল নামাতে পারেন লালহলুদ

কোচ। এখনও পর্যন্ত তিনটি প্রতিযোগিতা মিলে মাত্র একটি ম্যাচে জয়ের মুখ দেখেছে স্টিফেন কনস্টানটাইনের লালহলুদ বাহিনি, যা স্টিফেনের কোচিং কেরিয়ারেও একটা

কালো দাগ বলা যায়। উত্তর পূর্বের দলের বিপক্ষে জয়ে সরণীতে ফিরতে মরিয়া সুমিত পাসি, এলিয়ান্দ্রো, অঙ্কিত মুখোপাধ্যায়রাও। আক্রমনে ক্লেইটন পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছেন

না। ডিফেন্স নড়বড়ে দেখিয়েছে আইএসএলের প্রথম দুই ম্যাচেই। ফলে নর্থইস্টের বিপক্ষেও চিন্তা থেকেই যাচ্ছে স্টিফেনের। নর্থইস্টের বিপক্ষে উইং প্লেতেই বাড়তি জোর

দিচ্ছেন লালহলুদ কোচ। শেষ দুই ম্যাচে নর্থইস্টের পারফরমেন্সও আশাপ্রদ নয়। হারের মুখ দেখেছে তারাও। ফলে লিগ টেবিলের শুণ্য পয়েন্ট নিয়েই তারা নামছে খাতা

খোলার অপেক্ষায়। বৃহস্পতিবার নর্থইস্ট ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেন কিনা লালহলুদ ফুটবলাররা, এখন সেটাই দেখার।