Date : 2024-04-20

আরএসএস এবং বিজেপির সমন্বয় বৈঠক, সিএএ রূপায়ণে জোর।

সুচারু মিত্র, সাংবাদিক ঃ পুজো শেষ হতেই বিজেপির সঙ্গে সমন্বয়ে বৈঠক সেরে নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে বৈঠকে সামিল সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা। আর এস এস এর সহ ক্ষেত্র প্রচারক জলধর মাহাতো উপস্থিত ছিলেন বৈঠকে। সম্প্রতি প্রয়াগরাজে সংঘপ্রধান মোহন ভাগবত যা বলেছেন তার রাজনৈতিক প্রয়োগ নিয়ে আলোচনা হল বৈঠকে। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে দেশ জুড়ে সরব হয়েছে সংঘ, অন্যদিকে সিএএ রূপায়ণের বিষয়টিকেও সংঘ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলেই খবর, এই দুটি বিষয়ে বিজেপিকেও গুরুত্ব দিতে হবে বলে বৈঠকে বার্তা আর এস এস এর। অন্যদিকে পশ্চিমবঙ্গে আরএসএস-এর সদস্য সংখ্যা বৃদ্ধি হলেও রাজ্য বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি সে তুলনায় হয়নি, সেদিকে ও নজর দেওয়ার নির্দেশ।

সাম্প্রতিকতম সময়ে রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদলে বেশকিছু সংঘ ঘনিষ্ঠ মুখ উঠে এসেছে তাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ সংঘের তরফে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বিজেপির সংগঠনে বিশেষ নজর সংঘের। এছাড়াও সংঘ এবং বিজেপির মধ্যে দশ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে।