Date : 2024-04-19

ঘূর্ণিঝড় সতর্কতায় নবান্নে বৈঠক, ছুটি বাতিল কর্মীদের।

সুচারু মিত্র সাংবাদিক : ঘূর্ণিঝড় সতর্কতায় শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ে বৈঠক, মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে বিপর্যয় মোকাবিলা দপ্তর সেচ দপ্তর সহ রাজ্যের সমস্ত দপ্তর, দক্ষিণবঙ্গের সব জেলার জেলা শাসক পুলিশ সুপার রাও অংশ নিয়েছিলেন আজকের বৈঠকে। ঘূর্ণিঝড় সতর্কতায় বৈঠক থেকে উঠে এলো একাধিক নির্দেশ।

১ উপকূলবর্তী অঞ্চল গুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে হবে।
২ উপকূলবর্তী এলাকায় ঘন ঘন মাইকিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
৩ ফ্লাড সেন্টার এর ব্যবস্থা রাখতে হবে।
৪ উপকূলবর্তী জেলাগুলোতে NDRF টিম মোতায়েন রাখতে হবে।
৫ পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ড্রাই ফুড আগে থেকেই মজুদ রাখতে হবে।
৬ জেলায় জেলায় বিদ্যুতে বিশেষ নজর দিতে হবে।

এই নির্দেশ ছাড়াও রাজ্য কৃষি দপ্তরের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, আউশ এবং আমন ধান আগে থেকেই কৃষকদের কেটে ফেলার বার্তা দিয়েছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। জেসপ বিল্ডিংয়ে কৃষি দপ্তরের আলাদা কন্ট্রোল রুম খোলা থাকবে।