Date : 2024-04-19

পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে আসতে চলেছেন আস্থানা!

সুচার মিত্র সাংবাদিক : পুজো মিটতেই কেন্দ্রের তৎপরতা শুরু। বাংলার স্থায়ী রাজ্যপাল নিয়োগ হতে চলেছে খুব দ্রুত। বাংলা স্থায়ী রাজ্যপাল হওয়া প্রায় নিশ্চিত রাকেশ আস্থানার। দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার তথা এক সময়ের সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর পদে কাজ করেছেন আস্থানা, যখন তিনি এই পদে বহাল ঠিক সেই সময়ই পশ্চিমবঙ্গে সারদা এবং নারদায় তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত ঘনিষ্ঠ এই দুধে আইপিএস অফিসার এবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে যোগ দিতে চলেছেন খুব দ্রুত এমনটাই সূত্রের খবর।

এমনকি রোজভ্যালির মতো আর্থিক কেলেঙ্কারি তদন্তেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন রাকেশ আস্থানা। জগদীপ ধনকড় চলে যাওয়ার পর তার জায়গায় লা গনেশানকে অস্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়ে আসা হয়, তবে এবার খুব দ্রুত স্থায়ী রাজ্যপাল যোগ দেবেন পদে। আর সেই দিক থেকে আস্থানার পাল্লাই ভারী।