Date : 2024-04-25

বাংলায় প্রথমবার ওপেন এয়ার থিয়েটারের আয়োজন করা হল। স্ক্রিনিং হল বাংলা ছবি বল্লভপুরের রূপকথা।

রাকেশ নস্কর, সাংবাদিক : বিদেশে প্রচলিত হলেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর আগে ওপেন এয়ার থিয়েটারের আয়োজন করা হয়েছে। সেই তালিকায় প্রথমবার পশ্চিমবঙ্গ জায়গা পেল। কলকাতায় প্রথমবার ওপেন এয়ার থিয়েটারের আয়োজন করা । স্প্রাইটের উদ্যোগে বাংলা ছবি বল্লভপুরের রূপকথা স্ক্রিনিংয়ের আয়োজন করা হল এই ওপেন এয়ার থিয়েটারে। তাও আবার কলকাতায়। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। দর্শকদের নিয়ে জমজমাট স্ক্রিনিংয়ের সামিল ছিলেন সত্যম ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। সেখানে এসে ছবির বিষয় কথা বললেন পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ও মুখ্য চরিত্র সত্যম ভট্টাচার্য।
২৫ অক্টোবর মুক্তি পাবে বাংলা ছবি বল্লভপুরের রূপকথা। তার আগে ছবির অভিনব স্ক্রিনিং দর্শকদের মন কাড়বে সেই আশাই করা যায়।