Date : 2024-04-19

বিজেপিতে ব্যাপক রদবদল, সংগঠনে ভরসা লকেট, অগ্নিমিত্রা।

বিজেপিতে ব্যাপক রদবদল, সংগঠনে ভরসা লকেট, অগ্নিমিত্রা।

সুচারু মিত্র, সাংবাদিক : সময় যত গড়াচ্ছে বিজেপির সংগঠন নিয়ে ততই ক্ষুব্ধ হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবার বিজেপির যুব মোর্চা এবং মহিলা মোর্চার সংগঠনের অগ্রগতি নিয়ে বেজায় চটে গেলেন সুনীল বানসাল। সংগঠনকে চাঙ্গা করতে এবার দুই পুরনো নেত্রীর উপরই ভরসা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার ইনচার্জ করা হল অগ্নিমিত্র পালকে। অন্যদিকে মহিলা মোর্চার ইনচার্জ করা হলো লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপির ২ শাখা সংগঠনের কর্মসূচি এবং অগ্রগতিতে সরাসরি হস্তক্ষেপ করবে লকেট, অগ্নিমিত্রা। অন্যদিকে কলকাতার গুরুত্বপূর্ণ পাঁচটি জোনের দায়িত্বে ও রদবদল বিজেপির। কলকাতা জোনের দায়িত্ব পেলেন অগ্নিমিত্র পাল, কলকাতা বিভাগের কনভেনার করা হল লড়াকু নেতা সজল ঘোষকে, হুগলির ইনচার্জ করা হলো প্রিয়াঙ্কা টিব্রেওয়াকে। রাঢ় বঙ্গের জোনের দায়িত্বে লকেট চট্টোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে বিস্তার রদবদল । সংগঠনের খোল নলচে পাল্টে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য কি পাবে? সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন।

সংগঠনের অধিকাংশ ক্ষেত্রেই এখন মুখ হয়ে উঠেছেন লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্র পাল। পরপর তিনদিন সংগঠনের উপর স্তর থেকে নিচু স্তর পর্যন্ত রদ বদল ঘটিয়ে বিজেপি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।