Date : 2024-04-19

মঙ্গলবার কলকাতা লিগের মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহমেডান

মৈনাক মিত্র, সাংবাদিক : মঙ্গলবার কলকাতা লিগের মিনি ডার্বি। ইস্টবেঙ্গলের মুখোমুখি মহমেডান স্পোর্টিং। কলকাতা লিগে দুই বছর পর ফের মুখোমুখি হচ্ছে দুই প্রধান। ইতিমধ্যেই 9 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং দল। ফলে মঙ্গলবারের ম্যাচে হার জিতের থেকেও মহমেডানের কাছে বড় সম্মান। ইস্টবেঙ্গল দল এবারের কলকাতা লিগে সেরকমভাবে নিজেদের সেরাটা দিতে পারেনি। দলগত সংহতীর দিক থেকেও এগিয়ে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাবই। তবুও প্রতিপক্ষ ক্লাবের নাম যখন ইস্টবেঙ্গল তখন লড়াই তো কঠিন হবেই। ইস্টবেঙ্গল শিবিরও ডার্বি হারের ধাক্কা কাটিয়ে উঠতে মহমেডানের বিপক্ষে জয় পেতে মুখিয়ে রয়েছে। মঙ্গলবারের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে। মাঠ যেমন সুন্দর, তেমনই সুন্দর ফুটবল উপহার দিতে মুখিয়ে রয়েছে মহমেডান এবং ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা। লালহলুদের বিপক্ষেও জয়ের লক্ষ্যেই মাঠে নামছে সাদা কালো শিবির। ক্যারিবিয়ান স্ট্রাইকার মার্কাস জোসেফ এবং আরেক বিদেশী শাহির সাহিনকে রাখা হতে পারে দল। এই ম্যাচ জেতা মানেই অপারিজতভাবে এবারের সিএফএলের সুপার সিক্স থেকে চ্যাম্পিয়ন হবে ময়দানের ব্ল্যাক প্যান্থার্সরা। এদিকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও মর্যাদারক্ষার তাগিদে জয় চাইছে বিনো জর্জের ইস্টবেঙ্গল শিবির। এই ম্যাচে আইএসএলে ফুটবলার যেমন অমরজিত কিয়াম, আংশুয়ানাদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে লালহলুদ কোচের। আক্রমনাত্মক মোড়কেই দলকে সাজাচ্ছেন বিনোব দ্বিতীয়বার কলকাতা লিগের চ্যাম্পিয়নস ট্রফি ডিফেন্ড করে ইতিহাস গড়তে মুখিয়ে সাদা কালো শিবির।