Date : 2024-04-19

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪২ হাজার! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ ডেঙ্গিকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উদ্বেগ। রাজ্যজুড়ে একাধিক জায়গায় বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৬৬। যা কিনা ভেঙে দিয়েছে ২০১৭ সালের রেকর্ডকেও।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে রাজ্যে এখন মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪২৬৬৬। গত এক সপ্তাহে রাজ্যে মোট আক্রান্ত ৫৯৩৬। কলকাতায় এক সপ্তাহে আক্রান্ত ৭৪৫।

এক নজরে কয়েকটি জায়গার মোট আক্রান্তের সংখ্যা

কলকাতা- ৪৭৪৭
উত্তর ২৪ পরগণা- ৮৮২৭
মুর্শিদাবাদ- ৪২০৯
হাওড়া- ৪৮৬৪

কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য ১২ নাম্বার বরোর ১০১, ১০৬, ১০৭, ১০৯ নাম্বার ওয়ার্ড। এবং ১০ নাম্বার বরোর ৮১, ৯৩, ৯৯, ১০০ নাম্বার ওয়ার্ড।

যেখানে যেখানে ডেঙ্গির প্রকোপ বাড়ছে সেখানে টেস্টিং বাড়ানোর কথা বলা হয়েছে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমপক্ষে ১০টি করে শয্যা রাখার কথা বলা হয়েছে।