Date : 2024-03-28

সশরীরে পেশ আলিপুর আদালতে, প্রবেশ পথে মেজাজ হারালেন পার্থ

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ সোমবার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে সশরীরে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। প্রশ্ন শুনে মেজাজ হারান প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পার্থকে প্রশ্ন করা হয়েছিল, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ কি সত্যি? জবাবে পার্থ সাংবাদিকদের দিকে আঙুল তুলে বলেন, ‘চুপ করে থাকুন। এই বলে ভেতরে চলে যান তিনি।

এদিন শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন পাঁচ জনের উপদেষ্টা কমিটিতে ছিলেন না পার্থ। এছাড়াও তিনি সহযোগিতা করেছেন তদন্তে। সিবিআইয়ের একটি চার্জেশিটে তার নামও নেই । উপদেষ্টা কমিটির কর্মকাণ্ডের মধ্যে পার্থ কোনো ষড়যন্ত্রয়ে সামিল এরকম তথ্য আসেনি এখনো।

এদিন ইনভেস্টিগেশন অফিসার তদন্তের প্রমাণ হিসাবে নথি জমা দিলেন।
বিচারক সিবিআই আইনজীবীকে প্রশ্ন করেন বাকিদের কি অবস্থা? ইনভেস্টিগেশন অফিসার বলেন বাকিদের গ্রেগতারের প্রয়োজন নেই তবে
কমপক্ষে ৬ মাস সময় লাগবে তদন্ত চালানোর জন্য।