Date : 2024-04-20

দূর্গাপুজা মিটতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। দেখা করবেন মালবাজারে নিহতদের পরিবারের সঙ্গে

সঞ্জু সুর, সাংবাদিক : দূর্গাপুজোর বিসর্জনের সময় মালবাজারে হরপা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিলো আট জনের। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিলো নিহতদের নিকটাত্মীয়দের ও আহতদের। এবার তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামি সোমবার তাঁর জলপাইগুড়ি যাওয়ার কথা।

চারদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত নবান্ন ও জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামি সোমবার বিমানে বাগডোগরা পৌঁছাবেন তিনি। আবহাওয়া অনুকুল থাকলে সেখান থেকে হেলিকপ্টারে যাবেন জলপাইগুড়ি জেলার মালবাজারে। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দূর্ঘটনাস্থল ঘুরে দেখতে পারেন। দেখা করবেন দূর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের সঙ্গে এবং যারা আহত হয়েছিলেন তাদের সঙ্গে। ১৮ অক্টোবর জলপাইগুড়ি জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন‌ই তিনি দূর্ঘনাগ্রস্থদের পরিবারের সঙ্গে দেখা করবেন। ১৯ তারিখ বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় বিজয়া সম্মিলনীতেও উপস্থিত থাকবেন তিনি। সেখানে উত্তরবঙ্গের বিশিষ্টজনদের ডাকা হয়েছে। দুই দিন আগে তাঁর উত্তরবঙ্গ সফর নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আমি তো প্রতিবছরই ওখানে একটা বিজয়া সম্মিলনী তে যাই। তবে এখনও ঠিক করিনি।” নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সেই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবও উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। কুড়ি অক্টোবর মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন। এদিকে মুখ্যমন্ত্রীর সফরসূচি অবশ্য শেষ মূহুর্তে পরিবর্তন হতে পারে বলেই জানা গিয়েছে।