Date : 2024-04-23

রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, এখনই মিলবে না মুক্তি-মত চিকিৎসকদের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ কলকাতায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কালীপুজোর মুখে ক্রমশই বাড়ছে সংক্রমণ। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রকোপ বাড়ছে।

জানা গেছে দক্ষিণ কলকাতার তুলনায় গত কয়েকদিনে উত্তর কলকাতায় প্রকোপ বাড়ছে ডেঙ্গির। স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক অভ্যন্তরীণ রিপোর্ট জানান দিচ্ছে, গত ১৫ দিনে দক্ষিণে সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে উত্তরের সংক্রমণও।

স্বাস্থ্যভবনের কর্তারা জানাচ্ছেন, উত্তর কলকাতায় বরাবর ম্যালেরিয়াতে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হন। তবে এই বছর যে ভাবে এখনও বৃষ্টি হচ্ছে, তাতে ডেঙ্গির প্রকোপও সর্বত্রই কমবেশি দেখা যাচ্ছে।

এখনও সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগণায়।এক সপ্তাহে আক্রান্ত ১২৫০। ডেঙ্গির পজিটিভিটি রেট ১০.৫ থেকে বেড়ে ১৩ শতাংশ।

কলকাতায় ৪ বোরোর অবস্থা উদ্বেগজনক।
বোরো ১১: 21.5% শতাংশ বেড়েছে
বরো ১৪ : 43.3% শতাংশ বেড়েছে
বরো ১ : 30.3% শতাংশ বেড়েছে

৬-১২ অক্টোবর নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ৫৮৮০।

৩৭ থেকে ৪১ তম সপ্তাহে আক্রান্ত
কলকাতা- ২৬৩ ৪৬৭ ৬২১ ৬৫৪ ৬০৬
উত্তর ২৪ পরগণা- ৬১৮ ৮৫৮ ১০১৮ ৯৯২ ১২৫৩