Date : 2024-03-28

মা অসুস্থ! ব্যাংককে ফিরে যেতে চান মেনকা গম্ভীর। ইডির সায় নেই, হাইকোর্ট মামলা করার অনুমতি দিল মেনকা গম্ভীরকে।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ব্যাঙ্কক ফিরে যেতে চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। তাঁর আবেদন, মা অসুস্থ। ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। তাই সেখানে যাওয়া প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতে আবেদন জানান তিনি। সেই আবেদনে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে সোমবার মেনকার আবেদনে আপত্তি করেন ইডির আইনজীবী। তাঁর বক্তব্য, মামলাকারীর অন্মে লুক আউট নোটিস জারি রয়েছে। এর আগে তিনি ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন। তা খারিজ করে দেয় আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়লা পাচার কাণ্ডে বারবার তলপ করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সর্বশেষ মানেকা গাম্ভীরকে আড়াই ঘণ্টা তাঁকে বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখার অভিযোগ তুলেছিলেন মেনকা গম্ভীর।তারপর ঠিক কী ঘটেছিল?‌ এই ঘটনার পরই ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ইডি তলব করে। তখন তিনি হাজিরা দেন। প্রায় সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই দিনই কলকাতা হাইকোর্টে ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননার মামলা করেন মেনকা গম্ভীর। আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও বিমানবন্দরে কেন তাঁকে আটকানো হল?‌ এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।