Date : 2024-04-23

সামনেই টেট। প্রস্তুতি পর্বে মডেল বই এ আস্থা আবেদনকারীদের।

নাজিয়া রহমান, সাংবাদিক : সামনেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট। টেট নিয়ে গাইডলাইনও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের প্রস্তুতিপর্ব সারতে বাজার চলতি বিভিন্ন প্রকাশনী সংস্থার মডেল বইয়ের উপর আস্থা রাখছেন আবেদনকারীরা।

১১ডিসেম্বরের প্রাথমিকের টেট নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। প্রস্তুতির দিকে পিছিয়ে নেই যে পরীক্ষার্থীরাও। কলেজ স্ট্রীটে দেদার বিকোচ্ছে টেট প্রস্তুতির বই। পুজোর আগেই প্রাথমিকের টেট নেওয়ার কথা ঘোষনা করে পর্ষদ। ১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

৪নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। আবেদনে প্রথম দিনই আবেদনকারীর সংখ্যা দেঢ় হাজারের বেশি। যা চোখে পড়ার মতো বলে মত শিক্ষকমহলের একাংশের। টেটের প্রস্তুতি সারতে পরীক্ষার্থীরা ভারসা রাখছেন বই বাজারে বিক্রি হওয়া বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রকাশিত বইয়ের উপর। প্রথম দিকে বাজারে টেট প্রস্তুতির রেফারেন্স বইয়ের সংখ্যা কম থাকলেও এখন সেই সমস্যা নেই বলে মত বিক্রেতাদের।

পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যে আবেদনকারীর সংখ্যা তিন লক্ষের বেশি। এখনও বেশ কিছু বাকি আছে তাই আবেদনকারীর ২০১৭সালের থেকেও সংখ্যা আরও বাড়বে বলে মত পর্ষদ আধিকারিকদের।
আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘদিন পর প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাই শিক্ষক নিয়োগ নিয়ে দূর্নীতির অভিযোগ থাকলেও প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় ভারসা রাখছেন চাকুরিপ্রার্থীরা। তাই আবেদনকারীর সংখ্যাও যেমন বাড়ছে। তেমনই টেট প্রস্তুতির বই বিক্রির পরিমান দেখে লাভের মুখ দেখছেন বই বিক্রেতারা।