Date : 2024-04-23

আদালতের নির্দেশে পর্ষদ সভাপতির সাথে বৈঠকে বসছে প্রাথমিক টেটের মামলাকারীর আইনজীবীরা।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- মামলার বয়ান অনুযায়ী ২০১৪সাল এবং ২০১৭ সালের যে সমস্ত প্রাথমিকের টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।তাঁরাই মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।তাঁদের দাবিএই সময়ে যাঁরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাঁদের টেট শংসাপত্র দেওয়া হচ্ছে না।যে কারণে তাঁরা সমস্যায় পড়েছে।শংসাপত্র না পাওয়ায় তাঁরা জানতে পারছেন না তাঁদের প্রাপ্ত নম্বর।

১৪ই নভেম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম ফিলাপের শেষ দিন।এই সময়ের আগে টেট প্রার্থীদেরদেওয়া হোক শংসাপত্র।এই মর্মে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দৃষ্টি আকর্ষন করা হয় মামলা কারীদের পক্ষ থেকে।তাঁরই পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আজই(মঙ্গলবার) বৈঠকে বসবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং মানলাকারীদের আইনজীবী আশিষ কুমার চৌধুরী, সুদীপ্ত দাসগুপ্ত,বিক্রম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরাও।

টেট পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ।এই মর্মে মামলাকারীদের আইনজীবীদের সাথে আজই বৈঠক করা হোক মত প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পর্ষদের আইনজীবীকে ফোনের মাধ্যমে পর্ষদের সভাপতির বৈঠকে বসার জন্য জানান আইনজীবীকে।
পাশাপাশিমামলা করার অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী সোমবার মামলার শুনানি সম্ভাবনা।