Date : 2024-04-25

উধাও শীতের আমেজ, রাজ্যে ফের বাড়ল তাপমাত্রা

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক:- বুধবারও রাজ্যে খানিকটা বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।বাড়ল জেলায় তাপমাত্রাও। এই পরিস্থিতি আগামী ৪৮ ঘন্টা অবধি থাকতে পারে।

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শীতবিলাসীদের বেজায় মনখারাপ। নভেম্বরের শেষেও কার্যত শীতের পোশাক ব্যবহারের প্রয়োজন পড়ছে না। বেলায় রাস্তায় বের হলে এখনও বেশ গরম অনুভূত হচ্ছে। ফলে সকলের মনেই প্রশ্ন, আদৌ কি এই মরশুমে দেখা মিলবে জাঁকিয়ে শীতের?

উল্লেখ্য এই নভেম্বর মাসেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। এর ফলে শীতের আগমনের আগেই ঠান্ডা অনুভব হচ্ছিল শহরে। যদিও বেলা গড়াতেই সেই আমেজ বদলে গিয়ে বেশ গরমের আবহই ছিল।

উল্লেখ্য উত্তুরে হাওয়ার তেমন দাপট না থাকার কারণেই শহরে তাপমাত্রা বেড়েছে। তবে সকাল ও রাতের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে। আগামী ৪৮ ঘণ্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকাল-সন্ধে হালকা শীতের ভাব থাকলেও বেলায় তা থাকবে না। দু’দিন পর থেক তাপমাত্রা ধীরে ধীরে নামবে।