Date : 2024-03-29

কলকাতার জোকা-তারাতলা মেট্রো রুট পরিদর্শন। পরিদর্শন করল সিআরএস।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) এর পক্ষ থেকে কলকাতার জোকা-তারাতলা মেট্রো রুট পরিদর্শন করা হয় বৃহস্পতিবার।
বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য এক ধাপ এগিয়ে কলকাতার জোকা-তারাতলা মেট্রো রুট বলে জানালেন সিআরএস এর এক উচ্চ আধিকারিক। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের জোকা থেকে তারাতলা প্রসারিত লাইন পরিদর্শন করা হয় বৃহস্পতিবার। তিনি জোকা, সাখের বাজার, বেহালা বাজার এবং তারাতলা স্টেশনে স্টেশন কন্ট্রোল প্যানেল, ফায়ার পাম্প, ফায়ার ডিটেকশন সিস্টেম, পয়েন্ট, সাব-স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসকেলেটর, লিফ্ট এবং বিভিন্ন যাত্রী সুবিধা পরিদর্শন করা হয় এদিন।জোকার মেট্রো কার ডিপোতে প্রশাসনিক কার্যালয় এবং একটি স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টেরও উদ্বোধন করা হয় এদিন। লাইনের প্রথম ধাপে ছয়টি স্টেশন রয়েছে—জোকা, ঠাকুরপুকুর, সাখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। লাইনের অবশিষ্ট অংশের জন্য কাজ চলছে, যা শেষ পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে এসপ্ল্যানেডকে দক্ষিণ-পশ্চিম শহরতলির সাথে সংযুক্ত করবে। পরিকল্পনা অনুযায়ী এসপ্ল্যানেডে, জোকা লাইন উত্তর-দক্ষিণ করিডোর এবং পূর্ব-পশ্চিম মেট্রোর সাথে মিলিত হবে। কলকাতায় মেট্রো পরিষেবা বর্তমানে দুটি রুটে উপলব্ধ – দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে উত্তর-দক্ষিণ লাইন এবং শিয়ালদহ এবং সল্টলেক সেক্টরের মধ্যে পূর্ব-পশ্চিম লাইন।