Date : 2024-04-24

জয়ের লক্ষ্যে ভারতীয় দল

রবিবার টি20 বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে খেলতে নামছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু দুপুর 1.30টায়। খাতায় কলমে এই

ম্যাচ নিয়মরক্ষার হলেও যথেষ্টই গুরুত্ব রয়েছে এই খেলার। এই ম্যাচ জেতা মানে আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই সেমিফাইনালে প্রবেশ করবে ভারত। পাশাপাশি পাকিস্তান দলও 4

পয়েন্টে থাকায়, তাদেরও ক্ষীণ সুযোগ আছে। দুর্বল জিম্বাবোয়ের বিপক্ষেও তাই কোনওরকম আত্মতুষ্টিতের জায়গা রাখছেন না রোহিত শর্মারা। জয়ের ধারাবাহিকতার লক্ষ্য

নিয়েই ক্রেগ এরভিন, সিকান্দার রাজাদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। গতবার টি20 বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার জ্বালা কাটাতে আগামি তিনটি ম্যাচেই

জয় চাইছে রোহিত শর্মারা। এই ম্যাচে রবিচন্দ্রন অশ্ৱিনের পরিবর্তে দলে আনা হতে পারে যুজৱেন্দ্র চাহালকে। দীনেশ কার্তিকে পরিবর্তে দলে ঢুকতে পারেন ঋষভ পন্থও।

নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিলে পাকিস্তান ম্যাচে বিরাটের একক কৃতিত্ব ম্যাচ জিতেছিল ভারত। বাংলাদেশের বিপক্ষেও বৃষ্টি সহায় না হলেও ভুৱি, অর্শদীপদের চিন্তা আরও

বাড়ত। ফলে জিম্ৱাৱোয়ের বিপক্ষে দলগত সংহতীতেই জয় চাইছে দ্রাবিড়ের দল। কারণ সেমিফাইনালে শক্তিশালি নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে।

রোহিত-রাহুলের গড় ওপেনিং পার্টনারশিপ মাত্র 13। যা পাকিস্তান এবং নামিৱিয়ার থেকেও খারাপ। এদিকে ভারতের ভালো খবর, আর 68রান করলেই আন্তর্জাতিক

টি20তে 4000 রানের গন্ডি টপকে যাবেন বিরাট কোহলি রৱিৱার বৃষ্টির মেলৱোর্নে পূর্বাভাস নেই। ফলে ভালো ম্যাচের অপেক্ষায় সমর্থকরা।