Date : 2024-03-29

ডেঙ্গু নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে, ডেঙ্গু প্রতিরোধে মাস্টার প্ল্যান তৈরির ভাবনা পুরসভার

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ডেঙ্গু নিয়ে যখন বিরোধীদের চরম সমালোচনার মুখে কলকাতা পৌর সংস্থা। তখন আগামী বছরের জন্য এখন থেকে মাস্টার প্ল্যান তৈরি করার পরিকল্পনা করছে কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য বিভাগ। এদিন শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মন্দাবিয়া কে দেওয়া চিঠি নিয়ে পাল্টা জবাব দিলেন ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তার দাবি কলকাতার পরিস্তিতি অন্য রাজ্য থেকে অনেক টা ভালো। কলকাতা বেশ কিছু বোরোতে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়েছে বলে জানান তিনি। কলকাতায় ডেঙ্গু আক্রান্ত এর সংখ্যা 1% থেকে 2% শতাংশ বেশি নেই বলে দাবি করলেন তিনি।এছাড়া মৃত্যু হার ও এক শতাংশ বেশি নেই বলে জানালেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে তিনি বলেন যদি শুভেন্দু অধিকারী চিঠি দিকে ডেঙ্গুর সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে আমি কেন্দ্রীয় সরকার কে অনেক চিঠি দিয়ে ডেঙ্গু রোধ করে দিতাম। অতীন ঘোষ বলেন ডেঙ্গু চরিত্র বদলাচ্ছে। দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা এই সময় একটু বেড়েই রয়েছে। কলকাতা পৌর সংস্থা ডেঙ্গু রোধ করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান যে বিরোধী রাজনীতিক দল সমালোচনা না করে তারা মানুষের কাছে গিয়ে ডেঙ্গু রোধের জন্য প্রচার চালালে ভালো হয়। প্রচার করলে তাদের ও রাজনীতিক ভাবে উপকৃত হবে কটাক্ষ করেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। এদিন তিনি জানান যে কলকাতা পৌর সংস্থা দুই একদিনের মধ্যে একটা রিপোর্ট তৈরি করছে। যেখানে সমস্ত বিষয় কে তুলে ধরা হবে বলে জানান তিনি। তিনি জানান যে শুধুমাত্র বউ বাজার থেকে ভবানীপুর পর্যন্ত 350 বাড়ির ড্রোন থেকে ছবি তুলা হয়েছে। যেখানে বাড়ির ছাদে জলের ট্যাংকের ঢাকনা নেই বলে জানান তিনি। তার দাবি মানুষের অসচেতনতার জন্য ডেঙ্গু বাড়ছে বলে দাবি করলেন তিনি। এদিন সাধারণ মানুষ কে আরো সচেতন হওয়ার আহ্বান জানালেন তিনি। অতীন ঘোষ জানান যে সংবাদ মাধ্যম ও যদি সামাজিক কর্তব্য পালন করে ডেঙ্গু রোধের জন্য প্রচার চালায় তাহলে আরো ভালো হবে। কারণ কলকাতা পৌর সংস্থার পক্ষ এত বেশি আর্থিক সচ্ছলতা নেই যে তারা এত বেশি খরচ করতে পারবে। সাধারণ মানুষের সচেতনতার অভাবে কারণে ফাঁকা মাঠে ময়লা আবর্জনা ফেলার কারণে ডেঙ্গু বাড়ছে বলে দোষ দিলেন তিনি। অতীন ঘোষ বলেন ডেঙ্গুর রোধের জন্য বিরোধীদের কাছেও তিনি আহ্বান জানান যে তারা ও শুধু সমালোচনা না করে তাদের গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করুন তারা।