Date : 2024-04-18

নভেম্বর মাসে বিভিন্ন পুজো পার্বণ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: গত অক্টোবর মাসে দুর্গা পূজা, দিওয়ালী, কালি পুজো, ছট পুজো সহ বিভিন্ন পুজো পার্বণের জন্য অনেক ছুটি ছিল ব্যাঙ্কে। এই নভেম্বর মাসে খুব একটা ছুটি না থাকলেও, গোটা মাসে মোট ১০ দিন বিভিন্ন শহরে বিভিন্ন পুজো পার্বণ এবং সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে। নভেম্বর মাসের কোন দিন কোন রাজ্যে কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে তা জেনে নিন। তবে তার সঙ্গে ব্যাংক বন্ধ থাকলেও এইসব দিনে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে। রইলো নভেম্বর মাসের ছুটির তালিকা:
১ নভেম্বর ২০২২: কন্নড় রাজজ্যোৎসব/কুট – ব্যাঙ্গালোর এবং ইম্ফালে ব্যাঙ্ক বন্ধ।

৬ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

৮ নভেম্বর ২০২২: গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাস পূর্ণিমা/ভাঙ্গালা উত্সব- আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটোক, গুয়াহালটি , কোচি, পানাজি, পটনা, শিলং-এবং তিরুবনন্তপুরম ছাড়া অন্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ।
১১ নভেম্বর ২০২২: কানাকদাসা জয়ন্তী/ভাংলা উত্সব – ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।

১২ নভেম্বর ২০২২: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার ছুটি )।

১৩ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

২০ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

২৩ নভেম্বর ২০২২: সেং কুতসানেম – শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।

২৬ নভেম্বর ২০২২: শনিবার (মাসের চতুর্থ শনিবার ছুটি )।

২৭ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।