Date : 2024-04-25

নড়ছে না চোখের পাতা, নেই অঙ্গ সঞ্চালন! ঐন্দ্রিলার ফিনিক্স হয়ে ফেরার জন্য চলছে প্রার্থনা

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক:- এখনও কোন উন্নতিই হয়নি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। কলকাতার এক নার্সিংহোমের বিশেষজ্ঞ দলও তাকে পরীক্ষা করে গেছেন। এই মুহুর্তে তার আইবল মুভমেন্ট নেই কোন অঙ্গ সঞ্চালন নেই। গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৩, নরম্যাল যা থাকার কথা ১৫ তে ১৪. এখনও খুবই আশঙ্কাজনক।

বুধবার হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই ঐন্দ্রিলাকে নিয়ে আরও উদ্বেগ আরও চিন্তা বেড়েছে। সেদিনের পর থেকে আবারও তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এই মুহুর্তে তিনি সম্পূর্ণ কোমায় রয়েছেন। বিপজ্জনক ভাবে ওঠানামা করছে তার রক্তচাপ। চিকিৎসকরা এখনও কিছুই বলতে পারছেন না তাকে নিয়ে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

গত দু সপ্তাহ ধরে একেবারে জীবন মৃত্যুর দোরগোড়ায় যেন দাঁড়িয়ে ঐন্দ্রিলা। ২রা নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোল হয় তার। তারপর থেকেই তিনি কোমায়, মস্তিষ্কে অস্ত্রোপচার করে তার ব্রেনে হওয়া ব্লাড ক্লট নির্মূল করা গেলেও জ্ঞান না ফেরায় রাখা হয় ভেন্টিলেশনে।

তার দিন কয়েক পর তিনি চিকিৎসায় কিছুটা হলেও সাড়া দিয়েছিলেন। কমানো হয়েছিল ভেন্টিলেশনের মাত্রা। কিন্তু বুধবার সব হিসেব বদলে যায়। তাই এখন মির‍্যাকেলের আশায় সকলেই।