Date : 2024-03-29

পরিবেশকে দূষণ মুক্ত করতে এবং কর্মসংস্থানকে মাথায় রেখেই কার্বন মুক্ত গাড়ি বাজারে।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: বর্তমান পরিবেশের অন্যতম সমস্যা হলো দূষণ। দূষণের পরিমাণ যত বাড়বে আখেরে মানুষকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে এবং তাই হচ্ছে। প্রত্যেক মিনিটে প্রায় ৬ হাজার টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে। দূষণ কমাতে রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন পদক্ষেপ যেমন নিয়েছে তেমন আবার বিভিন্ন প্রকল্পও গ্রহণ করেছে। তবে আমজনতাকেও সতর্ক হতে হবে। পরিবেশকে রক্ষা করার জন্যে আমরা দেখেছি বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ির প্রচলন বাড়ছে। যেমন সরকারি বহু বাস, টোটো ইলেকট্রিক চালিত। তাই পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এবং বানিজ্যিকগত দিক থেকে কর্মসংস্থানের লক্ষ্য এ ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এলো কুটার ডট ইন।

পরিবেশবান্ধব এই গাড়িটি কার্বন নিঃসরণ শূন্য বলে জানান শ্রীপ্রো টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সিইও অভিষেক ভট্টাচার্য। যাত্রীবাহী ছোটো যান হিসেবে ব্যবহার করতে পারে আবার বাণিজ্যিক হিসেবেও ব্যবহার করা যাবে বলে জানান অভিষেক বাবু। শুধু তাই নয় বিনা পুঁজিতে এই ইলেকট্রিক গাড়ির ডিস্ট্রিবিউশন নিতে পারে। কেউ চাইলে ই এম আই তেও এই ব্যাটারিচালিত গাড়িটি নিতে পারে। তবে দাম একদম সাধ্যের মধ্যে বলে জানান সিইও অভিষেক ভট্টাচার্য। পরিবেশকে দূষণ মুক্ত করতে ও কর্মসংস্থান করতে এটা অভিনব উদ্যোগ বলাই যেতে পারে।