Date : 2024-03-28

পরের টি২০ সিরিজে বিশ্রামে রোহিত, নেতা হার্দিক

ভারতীয় ক্রিকেট দলও এখন চোকার্স, টি20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোহিতদের নিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তার মতে, এই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে সমালোচনা উচিত না কারণ তারা অনেক ভালো স্মৃতিও দিয়েছে। তবেও এটা মেনে নিতে হবে যে বর্তমান দল চোকার্স। এখন সময় এসেছে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দায়িত্ব নেওয়ার এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। টি20 ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে পারেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রী হারের পর টি20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোহিতের ওপর সব দায় এসে পড়েছে। কোনও প্ল্যান বি না থাকা অধিনায়ক কিভাবে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন, এই প্রশ্নও উঠছেষ। এরই মধ্যে আগামি শুক্রবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে হার্দিকের ওপর। রাহুল দ্রাবিড়কেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।ফলে রোহিতের ব্যাক আপ হিসেবে যে হার্দিক পান্ডিয়াকে তৈরি রাখছে বিসিসিআই তা বলাই বাহুল্য। অধিনায়কত্ব ছাড়লে আদৌ রোহিত শর্মা টি20 ফরম্যাট খেলবেন কিনা, তা নিয়েও সন্দেহ থাকছে।