Date : 2024-04-25

বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে ভারত

মৈনাক মিত্র, সাংবাদিক; বুধবার বডিলেড ওভালে টি20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে ভারত। গত ম্যাচে দঃ আফ্রিকার বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশ ম্যাচ জয় পেতে মুখিয়ে রোহিত, বিরাটরা। লোকেশ রাহুলের অফ ফর্ম দলকে বারবার বিড়ম্বনায় ফেলছে। টপ অর্ডারে রাহুলের মতো একজন ক্রিকেটারের দ্রুত উইকেট হারানো পার্টনারশিপ করা থেকে ওপেনিং পেয়ারকে ব্যহত করছে। তাই সেকথা মাথায় রেখেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের শুভরে নেওয়ার জন্য মাঠে নামছেন ভারতীয় ক্রিকেটাররা। এই ম্যাচ জিতলেই সেমি কার্যত নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার। তাই লিটন দাস, শাকি। আল হাসানদের বিপক্ষে জয় ছাড়া কিছুই চাইছে না ভারত। কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট বলছেন, লোকেশ রাহুলকে সুযোগ দেওয়া হবে। ব্যাটাররা বেশি ডট বল খেলছেন, তা শুধরাতে হবে দ্রুত। একইভাবে ফিল্ডিংয়েও শুধরাতে হবে বিরাট, রোহিতদের পারফরমেন্স। দীনেশ কার্তিককেও রানের মধ্যে ফিরতে হবে বাংলাদেশ ম্যাচ থেকেই। এখন দেখার বাংলাদেশের বিপক্ষে শেষ হাসি হাসে কিনা ভারত। দুই দলের পয়েন্ট সংখ্যা তিন ম্যাচে চার। দুই দলের যেই দল জিতবে চলে যাবে গ্রুপ শীর্ষে। মর্যাদা রক্ষার এই ম্যাচ জিতে তাই সেমির পথে পা বাড়িয়ে রাখতে মরিয়া ভারতীয় দল। যদিও আবহাওয়ার দিকেই তাকিয়ে রয়েছে দুই দল।