Date : 2024-03-29

বামেদের অনলাইনে এবার অর্থ সংগ্রহ

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: চিরাচরিত যে পথে দলীয় তহবিল সংগ্রহ করে আসছিল বামেরা এবার অনলাইনে অর্থ সংগ্রহের পন্থা ধরল আলিমুদ্দিন। নেট ব্যাঙ্কিং, ইউপিআই, পেটিএম, ফোনপে সহ একাধিক পদ্ধতিতে বাম কর্মী সমর্থকরা সিপিআইএমের তহবিলে অর্থ দিতে পারবেন। আলিমুদ্দিন স্ট্রিটের ব্যাংক অ্যাকাউন্ট এ তা পৌঁছে যাবে।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে এই উদ্যোগের সূচনা করেন। নূন্যতম ৫ টাকা থেকে ৫০০ টাকা যে যেমন ভাবে পারবেন অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন। দলের আন্দোলন, সংগ্রাম সংগঠিত করতে তা ব্যয় করা হবে। অনলাইনের পাশাপাশি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অর্থ সংগ্রহের কাজও চলবে। অনলাইন করার কারণ হিসেবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান অনেকেই রাজ্যের বাইরে আছেন, তারাও সাহায্য করতে চান তাই এই উদ্যোগ। যারা সাহায্য করছেন তাদের নাম গোপন রাখা হবে বলে জানান সিপিএমরাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।