Date : 2024-04-18

বিশ্বকাপের দল ঘোষণা, স্কোয়াডে রোনাল্ডো-সুয়ারেজ

তার বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড প্রকাশ করল লুইস সুয়ারেজের উরুগুয়ে। গ্রুপ এইচে পর্তুগাল, দঃ কোরিয়া এবং ঘানার সঙ্গে রয়েছে প্রথমবার বিশ্বকাপ জয়ী দেশ। চতুর্থবারের জন্য ফুটবল বিশ্বকাপে মাঠে নামবেন পাঁচ বর্ষিয়ান ফুটবলার সুয়ারেজ, এডিনসন কাভানি, মুসলেরা, দিয়েগো গডিন এবং মার্টিন ক্যাকারেস। এবারের সুয়ারেজদের কোচিংয়ের দায়িত্ব বর্তেছে দিয়েগো আলোনসোর হাতে। অস্কার তাবারেজের পরিবর্তে আসা কোচ প্রস্তুত বিশ্বফুটবলে নজর কাড়তে। চোট উপেক্ষা করেই কাতার বিশ্বকাপের স্কোয়াডে রাখাল হল সাদিও মানেকে। দলের সেরা তারকাকে রেখেই স্কোয়াড ঘোষণা করল সেনেগাল ফুটবল সংস্থা। কয়েকদিন আগেই বায়ার্নের হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন সাদিও মানে। ধরেই নেওয়া হয়েছিল, বিশ্বকাপে আর খেলা হবে না তার। তবে চোটের জায়গায় অস্ত্রোপচার করা না হওয়ায়, সেনেগাল ফুটবল সংস্থার আশা সপ্তাহ দুয়েক পর থেকেই কাতার বিশ্বকাপে খেলতে পারবেন সাদিও মানে। পঞ্চমবারের জন্য ফুটবল বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন ক্রিস্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ঘোষিত বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন রোনাল্ডো। রয়েছেন বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজরা। রয়েছেন পর্তুগালের আরেক বর্ষিয়াণ ফুটবলার পেপে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধনে এবারের বিশ্বকাপের দল গড়ে তুলেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোস। 2018 বিশ্বকাপ এবং 2020 ইউরো কাপের রাউন্ড অফ সিক্সটিনের বিদায় নেওয়ার পর, কাতারে নিজের শেষ বিশ্বকাপে পর্তুগালের জন্য ভালো কিছু করে দেখাতে মরিয়া সিআরসেভেন।