Date : 2024-04-25

বেআইনি নিয়োগ নিয়ে ভৎসনা SSCকে।
প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্না দিতেই চাকরি হয়ে গেল?যোগ্যদের ভবিষ্যৎ কি?

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্না দিতেই চাকরি হয়ে গেল? এমনকি তাঁদের জন্য ভবিষ্যতের শূন্যপদ তৈরি করে চাকরিও দিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন? বাকি যোগ্যরা কোথায় যাবেন? প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

২০১৬ সালে শারীরিক শিক্ষা বিষয়ে ১০১৯ জনকে নিয়োগের সুপারিশপত্র দেয় এসএসসি। কয়েক জন চাকরিপ্রার্থীর অভিযোগ, ১০১৯ জনের মধ্যে বেআইনি ভাবে অনেককে নিয়োগ করা হয়েছে। কম নম্বর থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পেয়েছেন এই অভিযোগ তুলে কলকাতায় ধর্না বসেন অন্যরা।
মামলার বয়ান অনুযায়ী ধর্না, বিক্ষোভ করেছিলেন এমন ৮৫০ জনকে সম্প্রতি ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ করা হয়েছেবলে অভিযোগ। যোগ্য প্রার্থীদের অন্ধকারে রাখা হয় বলেও অভিযোগ।রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সুযোগ করে দেওয়ার।সেটা তাঁরা না করে যথেচ্ছ ভাবে নিয়োগ দেয়।

আবেদনকারী শুভজিৎ রায়, চন্দ্রকান্ত মণ্ডল-সহ বেশ কিছু প্রার্থীর পক্ষের আইনজীবী শুক্রবার এই বিষয়টি নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের মামলা করার অনুমতি দেন বিচারপতি বসু।

আগামী বুধবার মামলাটির শুনানি হওয়ায় সম্ভাবনা রয়েছে।