Date : 2024-04-18

সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে ৪৬ তম আন্তর্জাতিক বই মেলা হচ্ছে। ২০২৩ বই মেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: শারদীয়া উৎসবের পর রাজ্যের সব থেকে বড় উৎসব হলো আন্তর্জাতিক বই মেলা। ৪৬ তম আন্তর্জাতিক বই মেলা শুরু হচ্ছে ৩০ জানুয়ারি ২০২৩। বইমেলা তার নিজস্ব ঠিকানা সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে হবে। এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে তারই ঘোষণা করলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং স্পেন অ্যাম্বাসেডর খোসে মারিয়া রিদাও। ৩০ জানুয়ারি বই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা।

বই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৬ তম আন্তর্জাতিক বই মেলার ২০২৩ ফোকাল থিম কান্ট্রি স্পেন। এর আগেও ২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি হিসেবে স্পেন অংশগ্রহণ করেছিলেন। ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো ৪৬ তম আন্তর্জাতিক বই মেলার স্পেন থিম কান্ট্রি হচ্ছে। ২০২৩ সালে বইমেলা প্রাঙ্গণের লোগো অঙ্কন করেছেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। ২০২২ সালে আন্তর্জাতিক বই মেলায় এসেছিলেন ২২ লক্ষ বইপ্রেমী মানুষ। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। ২০২৩ সালে বই মেলায় এই বইপ্রেমীদের সংখ্যা এবং বই বিক্রির সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদী গিল্ড। ২০২৩ সালের ৪৬ তম বইমেলার বিশেষ আকর্ষণ নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।