Date : 2024-04-22

রবিবার উত্তরবঙ্গ সফর দিয়ে পঞ্চায়েত প্রস্তুতি শুরু বিজেপির, সংগঠন বুঝতে সফরে বানসাল।

সুচারু মিত্র সাংবাদিক : পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী খোঁজার কাজ এবং সংগঠনের কাজ এবার শুরু করতে চলেছে বিজেপি। রবিবার থেকেই উত্তরবঙ্গ সফর দিয়ে সেই কাজ শুরু করতে চলেছেন বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর এবং মালদা উত্তরবঙ্গে চারটি সাংগঠনিক বৈঠক হবে সংশ্লিষ্ট জেলায়। বাচ্চাদের সাথে বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদার এবং আশা লাকড়া, জেলা ধরে, ধরে সাংগঠনিক পরিস্থিতি কি রয়েছে তার হিসেব নিকেশ নেবেন বানসাল, সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খোজার কাজ এখন থেকেই চালু করবেন, দুর্নীতি মুক্ত নতুন মুখ, শিক্ষা ক্ষেত্রে বঞ্চিত হওয়া চাকরি প্রার্থী, এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রতিভাবান যুবক, অথবা এলাকায় ভাবমূর্তি স্বচ্ছ থাকা কোন ব্যক্তিকে প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেকটি এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এবং জেলা পরিষদের জন্য ৯ টি করে নাম প্রস্তাবিত প্রার্থীর তালিকায় রাখা হবে। উত্তরবঙ্গের সফরের পরেই দক্ষিণবঙ্গ এবং রাঢ়বঙ্গ জোনেও একই রকম ভাবে, বৈঠক করবেন বানসাল।

পঞ্চায়েত নির্বাচনে যত বেশি সংখ্যক বুথে প্রার্থী দেওয়া যায় সেটাই এখন লক্ষ্য বিজেপির।