Date : 2024-04-25

রবিবার বাজারের হালহকিকত। এক ধাক্কায় নামলো সবজির দাম।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: রবিবার বাজারের হালহকিকত জানতে যদুবাবু বাজারে গিয়ে দেখা গেল শীতকালীন সবজির দাম অনেক টাই নিম্নমুখী। কারণ হিসেবে সবজি বিক্রেতারা জানাচ্ছেন অফুরন্ত সবজির ফলন হওয়ায় দাম কমেছে।
তবে শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা ও টমেটোর দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। চোখ রাখা যাক সবজির দাম এ।


সবজির বাজার দর:
ফুলকপি – ১৫ টাকা পিস
বাঁধাকপি – ১০ টাকা পিস
বেগুন – ৪০ টাকা কিলো
টমেটো – ৩০ টাকা কিলো
বিনস – ৪০ টাকা কিলো
গাজর – ৮০ টাকা কিলো
আদা – ১০০ গ্রাম ৬ টাকা
রসুন – ১০০ গ্রাম ৭ – ৮ টাকা
ব্রোকলি – ৬০ টাকা কিলো
পাতি লেবু – ১০ টাকায় ৪ টে
চন্দ্রমুখী আলু – ৩০ টাকা কিলো
জ্যোতি আলু – ২৮ টাকা কিলো
পেঁয়াজ – ২৫ – ২৮ টাকা কিলো
পাশাপাশি রইলো ফলের দাম। ফলের দামও সেভাবে বাড়েনি বলে জানালেন ফল বিক্রেতারা।

ফলের বাজার দর :
কমলালেবু – ৯ টাকা পিস
বড়ো কমলালেবু – ১৫ টাকা পিস
মোসাম্বি লেবু – ১০ টাকা পিস
আতা – ২০০ টাকা কিলো
আপেল – ১২০ টাকা কিলো
পেঁপে – ৭০ টাকা কিলো
পানিফল – ৫০ টাকা কিলো

শীত যত বাড়বে সবজি থেকে ফলের দাম আরও কমবে বলে জানাচ্ছে বিক্রেতারা। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই বাজার করতে পকেটে টান সেভাবে পড়বে না।