Date : 2024-04-20

রোহিতদের বিপক্ষে দশ উইকেটে জিতল ইংল্যান্ড।

বডিলেড ওভালে লজ্জার হার ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রী বোলিং ভারতীয় বোলারদের। রোহিতদের বিপক্ষে দশ উইকেটে জিতল ইংল্যান্ড। অনবদ্য ব্যাটিং জস

বাটলার, বলেক্স হেলসদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 168 রান করে ভারত। সৌজন্যে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার অর্ধশতরান। কিন্তু ভুবনেশ্বর

কুমার, মহম্মদ সামিদের দিশেহারা বোলিংয়ে শুরু থেকেই শাসন করতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং বলেক্স হেলস। রবিচন্দ্রন অশ্বিন,হার্দিক পান্ডিয়ারাও

বোলিংটা অত্যন্ত নিম্নমানেরই করলেন। ফল স্বরুপ বডিলেডে চোখে জল নিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক রোহিত শর্মা। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বারংবার

চ্যাম্পিয়নের তকমা পাওয়ার কাছে গিয়েও মেলেনি সাফল্য। কখনও সেমিফাইনাল তো কখনও ফাইনাল, অধিনায়ক বদলেও আসেনি সাফল্য। কোচও বদলেছে কিন্তু বারবার

চোক করেছেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামিরা। লোকেশ রাহুল আরও একবার ব্যর্থ গুরুত্বপূর্ণ ম্যাচে। অস্ট্রেলিয়ার উইকেটে বুমরার না থাকাটা যে ফ্যক্টর হয়ে গেল, তা

বোঝা যাচ্ছিল সামি, ভুবিদের অসহায় মুখ দেখে। আগামি বছর দেশের মাটিতে রয়েছে একদিনের বিশ্বকাপ। এই দল নিয়ে কি আদৌ 50 ওভারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন

দেখা যায়। প্রশ্নটা থাকছে বহু। ইতিমধ্যেই নির্বাচক কমিটির পারফরমেন্সও র্যাডারে চলে এসেছে। লোকেশ রাহুল, দীনেশ কার্তিকের পাশাপাশি ভুবনেশ্বর কুমারের পারফরমেন্স

নিয়েও উঠছে প্রশ্ন। বুমরার সাবস্টিটিউট কেন নেই দলে। জাদেজার মতো স্পিন অলরাউন্ডারই বা নেই কেন। এই সব প্রশ্ন উঠছে ইংল্যান্ডের বিপক্ষে লজ্জার হারের পর।

হারের পর বিষন্ন মুখেই রোহিত শর্মা বলে গেলেন, বোলাররা নিজেদের কাজ ঠিক মতো করতে পারেননি। ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর করেও,এত গুরুত্বপূর্ণ ম্যাচে স্নায়ুচাপ

ধরে রাখতে পারেনি বোলাররা। তারই খেসারত দিতে হল দলকে। একই সঙ্গে ইংল্যান্ডের দুই ওপেনারকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।