Date : 2024-04-26

শীতের ইনিংস শুরু। রবিবার ১ ডিগ্রি তাপমাত্রার পারদ কমলো কলকাতায়। রাতে আরও পারদ নামবে বলে জানালো হাওয়া অফিস।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: কবে পড়বে শীত এই নিয়ে বঙ্গবাসীর মনে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের অবসান ঘটলো রবিবার। আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল ১৫ নভেম্বর পর থেকেই শীত প্রবেশ করবে। তবে ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলো না তার আগেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১ ডিগ্রি তাপমাত্রা পারদ নামলো। কলকাতা সহ জেলায় রাতের দিকে তাপমাত্রা পারদ আরও কমবে। ২-৩ ডিগ্রি পারদ নামবে রাতে। সকালের দিকে কুয়াশা থাকবে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চরবে। হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় জেলা গুলি তে ২-৩ ডিগ্রি পারদ আরো নামবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। আগামী ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্যে। তবে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং ও কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।