Date : 2024-03-19

সংগঠনের অবস্থা সবচেয়ে খারাপ কলকাতায়, তিলোত্তমার সংগঠন নিয়ে কপালে ভাঁজ বিজেপির।

সুচারু মিত্র সাংবাদিক:- পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সংগঠন নিয়ে পর্যালোচনা চলছে জেলায় জেলায়, আর এরই মাঝে দলের বিশেষ রিপোর্টে হতাশ রাজ্য নেতারা। পঞ্চায়েত নির্বাচন অ্যাসিড টেস্ট হলেও, ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ বাড়ানোই মূল লক্ষ্য বিজেপি নেতৃত্বের। কিন্তু বিজেপির সংগঠন সবচেয়ে বেশি দুর্বল খোদ কলকাতায়। কলকাতা সাংগঠনিকভাবে একেবারে এলোমেলো হয়ে রয়েছে। সম্প্রতি বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, অগ্নিমিত্র পাল, সজল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব বৈঠক করতে গিয়ে দেখেন দলের সংগঠনের অবস্থা সবচেয়ে খারাপ কলকাতায়, লোকসভা নির্বাচন হোক কিংবা সাম্প্রতিকতম সময়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন সবেতেই বিজেপির অবস্থা খারাপ তিলোত্তমায়। তাই শহরেই যদি খারাপ অবস্থা হয় তার প্রভাব পড়বে জেলায়। তাই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বুথ কমিটি গড়ে ফেলতে হবে কলকাতায়, এমনই নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা, দমদম, কলকাতা এবং তার লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলে নিষ্ক্রিয় কর্মীদের দ্রুত সক্রিয় করার নির্দেশ নেতৃত্বের তরফে, কলকাতায যদি পথ দেখাতে না পারে, তাহলে সংগঠন চাঙ্গা হবে কি করে? তাই নিষ্ক্রিয় কর্মীর তালিকা সংগ্রহ করে তাদেরকে সক্রিয় করার কাজে নামতে বলা হয়েছে বর্তমান নেতৃত্বকে।