Date : 2024-03-28

সপ্তাহান্তে সামান্য কমল দৈনিক আক্রান্ত, তবু উদ্বেগ অব্যাহত ডেঙ্গি নিয়ে

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ সপ্তাহের শেষে আক্রান্ত সামান্য কমলেও ডেঙ্গি নিয়ে উদ্বেগ অব্যাহত। রবিবার রাজ্যে নতুন করে প্রায় ৬০০ জনের কাছাকাছি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। রবিবার ৪ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে পজিটিভ ৫৯৪ জন। শুধু আক্রান্তই নয়। ভয় ধরাচ্ছে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যাও।

জানা গেছে ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে মোট আক্রান্তর সংখ্যা। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত ৬০০০-এর বেশি মানুষ।শুধু তাই নয় এই মুহুর্তে কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি মানুষ আক্রান্ত।
অন্যদিকে এখনও মৃত্যু হয়েছে প্রায় ৯০ জনের। তার মধ্যে কলকাতাতেই ২৬ জন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে এখনও অবধি ১১১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ১০৬ নম্বর ওয়ার্ডের অবস্থা ভয়াবহ। এখানেই সর্বাধিক আক্রান্ত, এখানে ৪৭৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

কলকাতা পুর এলাকায় বর্তমানে মোট ডেঙ্গি আক্রান্ত ৬ হাজার ৫২ জন। গত বছর মোট আক্রান্ত ছিল ১ হাজার ৯৩ । চলতি বছরে মোট আক্রান্তের ৮৬ শতাংশই দক্ষিণ কলকাতার বাসিন্দা। অন্যদিকে, উত্তর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৩৭১ জন।