Date : 2024-03-19

সোমবার থেকে বিধানসভা উত্তাল করবে বিজেপি, অখিল ও ডেঙ্গি ইস্যু হাতিয়ার

সুচারু মিত্র সাংবাদিক। শুধু দুর্নীতি ইস্যুকে নিয়ে পড়ে থাকলে চলবে না, সাম্প্রতিক ইস্যুগুলোকে নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এবার বার্তা বঙ্গ বিজেপিকে। অখিল গিরির মন্তব্যকে সামনে রেখে অন্যদিকে ডেঙ্গি ইস্যুকে সামনে রেখে বিধানসভার অন্দরে এবং বাইরে লাগাতার আন্দোলনে নামতে চলেছে বিজেপি। সোমবার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভের পরিকল্পনা বিজেপির।

বিজেপি বিধায়কদের ইতিমধ্যেই সেই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্ব। জেলায় জেলায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে। একদিকে যখন বিধানসভার ভেতরে উত্তাল পরিস্থিতি তৈরি করবেন বিজেপি বিধায়করা, তখন বাইরে ও একই রকম ভাবে জেলায় জেলায় রাস্তা অবরোধ কর্মসূচি করতে হবে। রাস্তায় নেমে আন্দোলনে না থাকলে সংগঠন এগোবে না বলেও বিজেপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। বিজেপির আন্দোলনে এখন মুখ হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে সামনে রেখে নয়া রণকৌশল সাজাচ্ছে বিজেপি। আন্দোলনগুলোতে বিজেপির নীচু তলার কর্মীদের জমায়েত কেমন হচ্ছে ? তা নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্য নেতৃত্বকে।