Date : 2024-04-25

দাঙ্গা বাধাতে পারে একটি রাজনৈতিক দল। মন্ত্রীসভার বৈঠকে মারাত্মক আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

সঞ্জু সুর,সাংবাদিক:- নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে দাঙ্গা লাগাতে পারে কোনো একটি রাজনৈতিক দল। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এমন‌ই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন তিনি।

পুজোর ছুটির পর বুধবার‌ই ছিলো প্রথম মন্ত্রীসভার বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে জানান আগামি দুই মাসে রাজ্যের বেশকিছু জায়গায় কেউ কেউ দাঙ্গা বাধাতে পারে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যেই এমনটা করতে পারে বলে মনে করছেন তিনি। দাঙ্গা বাঁধিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানানোর পরিকল্পনা করা হবে। এই অবস্থায় মন্ত্রীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী জানান নিজ নিজ এলাকায় আরও বেশি সতর্ক থাকতে হবে। কোনো প্ররোচনায় ভুল করেও যেন কেউ পা না দেয়। পুলিশ প্রশাসনকেও মুখ্যমন্ত্রীর নির্দেশ নাকা চেকিং এর পরিমান আরও বাড়াতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয় সেটাই নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা বেশকিছুদিন ধরেই বলছেন ডিসেম্বর মাসে সরকার পরে যাবে। এই বিষয়টিকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর এমন আশঙ্কা প্রকাশ বলে মনে করছেন অনেকে।