Date : 2024-04-25

অসুস্থ এক অনশনকারী, এলেন চন্দ্রিমা ভট্টাচার্য – অব্যাহত ‘মেডিক্যাল জট’

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ সোমবার ফের উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ। এদিন এই অনশনের পঞ্চম দিনে এসে অসুস্থ হয়ে পড়লেন এক অনশনকারী। তাকে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজেই

এদিন মেডিকেল কলেজে এসেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেন প্রিন্সিপালের ঘরে তবে তাতেও কাটেনি জট। যখন এই বৈঠক চলছে তখন প্রিন্সিপালের ঘরের বাইরে তুমুল বিক্ষোভ দেখান পড়ুয়ারা।।প্ল্যাকার্ড হাতে চলে স্লোগান। ২২ডিসেম্বরই ভোট চাই এই দাবিতে ভরিয়ে তোলেন তারা চারপাশ।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি।৫ জন পড়ুয়ার সাথে কথা বলেছি। ওরা অনশন যাতে তুলে নেয় সে বিষয়ে কথা হয়েছে। ওরা যে নির্বাচনের কথা বলেছে সেটা নিশ্চিত ভাবে হবে কিন্তু এই মুহূর্তে রাজ্যসরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা চলছে। কোভিদের পরিস্থিতি চলছিল সেটা এখনো সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত হয়নি। সব দিক বিবেচনা করে নিশ্চই ছাত্র সংসদ নির্বাচন হবে। একজন অসুস্থ হয়েছে সে এখন সুস্থ আছে। আমরা অনশন তোলার অনুরোধ করেছি।হতে পারে ওরা কারো দ্বারা প্রভাবিত।’

গত শনিবার এই আন্দোলনকে এক অন্য মাত্রা দিল পড়ুয়ারা। এডমিনিস্ট্রেটিভ ব্লকের বাইরে তারা আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের যেখানে তারা পরিবেশন করে গান আবৃত্তি নাটক এই সব কিছুই। যার মাধ্যমে তাদের প্রতিবাদ আরও জোরালো রুপ নেয়।

শনিবার এই প্রসঙ্গে একটি মিটিং করেন কলেজ কাউন্সিল। মিটিং শেষে
প্রিন্সিপাল জানান যতদিন না অনশন উঠছে ততদিন সিনিয়র অধ্যাপক চিকিৎসক এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন অনশন তোলার জন্য। রোজকার আপডেট পাঠানো হবে স্বাস্থ্য ভবনে। মেডিক্যাল টিম সব সময় অনশনকারীদের পরীক্ষা করছেন তবে পড়ুয়ারা এই পরিষেবা নিতে নারাজ। কলেজ নীতিগত ভাবে নির্বাচন চাইলেও সব কিছু মেনেই নির্বাচন হবে