Date : 2024-04-24

এখনি জাঁকিয়ে শীত নয়। ১৫ ডিসেম্বরের পর ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- ডিসেম্বর মাস পরে গেছে। কিন্তু আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে না।জাঁকিয়ে শীতের দেখা নেই বঙ্গে। দুদিন আগেই জেলা থেকে শহর তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। ২০-২১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল। তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। রবিবার আরও নামলো তাপমাত্রার পারদ। রবিবার এর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ডিগ্রি। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আগামী ৪৮ ঘন্টা আবহাওয়া এইরকমই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রাতের দিকে উত্তরে হাওয়া বইবে। সকালের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকবে। পশ্চিমী কোনও ঝঞ্ঝা দেখা নেই আপাতত। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শহরের তুলনায় জেলার পারদ পতন হয়েছে অনেকটায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর যে কোনও কোনও জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। তবে জাঁকিয়ে শীত এখনি পড়বে না বলে জানায় হাওয়া অফিস। তবে সামনেই ২৫ ডিসেম্বর বড়দিন। তাই কনকনে ঠান্ডার অপেক্ষায় বঙ্গবাসী। আগামী ১৫ ডিসেম্বরের পর তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস।