Date : 2024-04-20

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্য়ে মেসিরা

মঙ্গলবার ভারতীয় সময় রাত সা়ড়ে বারোটায় বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা। স্বপ্নপূরণের ম্যাচে সম্মুখ সমরে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া এবং দুবার বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্তিনা। স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্বের সেরা দুই ফুটবলার লুকা মদ্রিচ এবং লিওনেল মেসি। এই ম্যাচে আর্জেন্তাইন কোচ লুইস স্কালোনি পাবে না দুই গুরুত্বপূর্ণ ফুটবলার মন্টিয়েল এবং আকুনাকে। গত ম্যাচে মোট 17বার কার্ড বার করতে হয়েছে রেফারিকে ফলে রেফারিং নিয়ে স্বভাবতই প্রশ্ন তুলেছে আর্জেন্তাইন শিবির। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের না থাকা নিয়ে ভিতরে ভিতরে ফুসছেন আর্জেন্তাইন ফুটবলাররা। উত্তরটা মাঠেই দিতে চান লিওনেল মেসি, দি মারিয়ারা। একঝলকে দেখে নেব কাতার বিশ্বকাপে আর্জেন্তিনার যাত্রা।
কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা
প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলে হার
দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলে জয়
তৃতীয় ম্যাচে পোল্যান্ডকে 2-0 গোলে হারায় মেসিরা
প্রি কোয়ার্টারে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারায় আর্জেন্তিনা
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারায় আর্জেন্তিনা

শেষ ম্যাচ দুই দলই টাইব্রেকারে জিতেছে। ফলে টাইব্রেকার মানে ম্যাচ ফিফটি ফিফটি। তাই আর্জেন্তিনা চাইবে ম্যাচ 90 মিনিটেই শেষ করে দিতে৤ এই ম্যাচে 5-1-3-1 ফর্মেশনে আরও একবার দি মারিয়াকে রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজাতে পারে আর্জেন্তাইন কোচ লুইস স্কালোনি। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-0 গোলে হেরেছিল আর্জেন্তিনা। ফলে বদলার ম্যাচে মেসি, ওটামেন্ডিদের কাছে। আকুনার পরিবর্তে এই ম্যাচে ফিরছেন তাগলাফিকো। এই ম্যাচে প্রথম একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে আসতে পারেন উইংগার পাপু গোমেজ। মেসিকে আক্রমনে চাপহীন অবস্থায় রাখতে জোড়া স্ট্রাকারে খেলতে পারে আর্জেন্তিনা। সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকবে আক্রমনে গোলের মধ্যে থাকা জুলিয়ান আলভারেজের ওপর। ডিফেন্সে লোক বাড়িয়ে দুই সাইড ব্যাকের ওপর বাড়তি দায়িত্ব থাকছে ওভারল্যাপের। বাকি তিন সেন্ট্রাল ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের ওপর বর্তাচ্ছে ক্রোটদের আক্রমন ফাইনাল থার্ডে ঢুকতে না দেওয়া। একঝলকে আর্জেন্তিনার সমভাব্য একাদশ-

আর্জেন্তিনার সম্ভাব্য একাদশ
ফর্মেশন – 4-1-3-2
আলভারেজ মেসি
এনজো ম্যাক আলিস্টার দি পল
লিজান্দ্রো
তাগলাফিকা ওতামেন্ডি রোমেরো মোলিনা
মার্টিনেজ