Date : 2024-04-16

জনসংযোগ- গণ অর্থসংগ্রহের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কমরেড বিমান বসু। মানুষকে নিয়েই পথ চলার বার্তা দেন তিনি।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কথা শুনতে হবে। ২০১১ – ই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিপিআইএম ও অন্যান্য বাম শরিক দলগুলো তা বুঝেছে। দল বা পার্টিকে চালানোর জন্যে অর্থের প্রয়োজন। কৌটো নাড়িয়ে অর্থ সংগ্রহ করা কমিউনিস্ট পার্টির জনসংযোগের একটি অন্যতম পন্থা বলা যেতেই পারে।


পার্টি চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয় যেমন, আবার মানুষের সঙ্গে পার্টির সর্বস্তরের মানুষের জনসংযোগ হয়। এই উদ্দেশ্য কে সফল করতে জনসংযোগ- গণ অর্থ সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়। রবিবার জনসংযোগ- গণ অর্থসংগ্রহের কর্মসূচিতে অংশ নেন কমরেড বিমান বসু । এবং যাদবপুর এরিয়া কমিটির কমরেডদের সাথে বাড়ী বাড়ী যান তিনি। সেখানে অর্থ সংগ্রহ করেন। ৯৯ নং ওয়ার্ডের লুনা বেকারির মোড় থেকএই কর্মসূচি শুরু হয়। যাদবপুরের রামগড়, বিদ্যাসাগর, কেয়াবাগান অঞ্চলে সিপিআইএম কলকাতা জেলা কমিটির আহ্বানে এই কর্মসূচি হয়।কমরেড বিমান বসু বলেন – যেকোনো কাজেই মানুষের সাহায্য লাগে। তাই মানুষের দরবারে বারে বারে হাজির হতে হয়। মানুষের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞেস করছি কোনও পরামর্শ দেবে কি না। তাতে সাধারণ মানুষ বলছেন এখন পরামর্শ নয়, এখন আপনারা নামছেন। এর ফলে মানুষের মনটা বোঝা যাচ্ছে। বিমান বসু বলেন আমরা আরও মানুষের কাছে যেতে চায়। তিনি আরও বলেন আমাদের কোনও লুটেরাদের সর্দার নেই। অর্থ দেওয়ার জন্য কোনো কর্পোরেট লবি নেই। জনগণ- ই একমাত্র ভরসা। জনগণের জন্যে কাজ করি । জনগণকে নিয়ে চলি। আর জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করি।